প্রতিষ্ঠান পরিচিতি
প্রতিষ্ঠান পরিচিতি

পরিকল্পিত পাঠদানের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর ভালো ফলাফল অর্জনে সহায়তা প্রদান, প্রত্যেক শিক্ষার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, বার্ষিক পরিকল্পনা অনুযায়ী নিজ নিজ অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সম্পন্ন করা, সর্বোপরি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে নির্দিষ্ট সময়ের মধ্যে সার্থকভাবে সকল কার্যক্রম সুসম্পন্ন করায় আমাদের লক্ষ্য। আপনাদের সবার ভালোবাসা, আকুন্ঠ সমর্থন ও অনিঃশেষ সহযোগিতার মাধ্যমে আপনার সন্তানকে স্বাবলম্বী করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। পরিষ্কার-পরিচ্ছন্ন রাজনীতিমুক্ত একটি কলেজ আপনাদের সবার কাক্সিক্ষত। অত্যন্ত সাহসীকতার সাথে আমরা এমন একটি প্রাতিষ্ঠানিক পরিবেশ দিতে আপনাদের নিকট প্রতিশ্রæতিবদ্ধ। সম্মানীত অভিভাবক আপনাদের সাহায্য ও সহযোগিতায় আপনার সন্তানটিকে সময়ানুবর্তিতার মধ্যে সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ চাই।

প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষকগণের সুপরিকল্পিত পাঠদানের মাধ্যমে আলোকিত শিক্ষার্থীর গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, সুস্থিত ও অবিচল। আমাদের প্রেরণায় শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠে পারস্পরিক সৌহার্দ, শ্রদ্ধাবোধ ও স¤প্রীতির বন্ধন। দৃষ্টিভঙ্গীর পরিবর্তনের সাথে অতি প্রত্যাশিত এই স্কুলের উন্নয়নের স্বপ্ন, পরিকল্পনা ও উদ্যোগগুলি ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে সফলভাবে সকলের মধ্যে ছড়িয়ে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ।

সভাপতির বাণী
...
সভাপতির বাণী

এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো যুগোপযোগী ও আধুনিক করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। একটি আর্ন্তজাতিক মানসম্পন্ন ওয়েবসাইট চালুকরণ তার একটি অংশ মাত্র। যার মাধ্যমে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন তথ্য ও ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং প্রতিষ্ঠানের ছত্র-ছাত্রীরা ঘরে বসেই পরীক্ষার রুটিন, সিলেবাস, হাজিরা, ভর্তি ফরম পাবে। অভিভাবকরাও ঘরে বসেই উত্তরোত্তর তাদের সন্তানের পরীক্ষার ফল, আচরণিক পরিবর্তন, সাফল্য, আত্নপ্রকাশ ক্ষমতা সম্পর্কে জানতে পারবে।

অধ্যক্ষের বাণী
...
Md. Abdur Razzaque Mollah

এ স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ–পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ছাত্রদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে। অভীষ্ট লক্ষ্য অর্জনে এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অভিজ্ঞ, প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী।এ প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক তথ্য ও বইসমৃদ্ধ লাইব্রেরি; যেখানে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই।প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে রাজনীতিমুক্ত এবং প্রকৃতিগতভাবে সাবলীল একটি প্রতিষ্ঠান।